Saturday, 25 January 2014

শুভ জন্মদিন : অয়নদা

(১)
আজ এ দিনে,
এক মুঠো আবীরের রঙ দিলাম তোমায়,
উড়িয়ে দিও আকাশে,
এক গোছা ফুলের সুবাস দিলাম তোমায়,
মিশিয়ে নিও বাতাসে ।
মুছে কালো মেঘের অন্ধকার,
আসুক নব আশার সূর্যোদয়।
জাগিয়ে আবার প্রাপ্তির নেশা,
আসুক নব কর্মের অঙ্গীকার ।

(২)

জন্মদিনে যদি জীবন নাহি মিলে,
তবে কিসের জনম, কিসের মরণ ?
যদি তব তেজ নাহি হবে অগ্নি,
যদি গগন-বিদারী হুঙ্কার ছাড়ি
নাহি কাঁপাইলে অবনী,
তবে কিসের তরে জনম লওয়া,
কিসের তরে জীবনের গান গাওয়া ?
কিসের গরবে গরবিনী হবে তব জননী ?


কিসের তরে এ তুচ্ছ প্রাণ ধারণ ?
যদি ক্ষুদ্র বীজ হয়ে পর্বত তলে পিষ্টে হয় মরণ ?
যদি মহা মহীরুহ হয়ে না ওঠো বাড়ি,
যদি অচেতনের শয্যা না ওঠো ছাড়ি,
তবে উদ্ধত স্ফুলিঙ্গ কেমনে জ্বলিবে দাবানল হয়ে,
কর্ম প্লাবন কেমনে আসিবে নব আনন্দের বার্তা লয়ে ?


ওঠো ওঠো হে কিরীটি,
ওঠো হে গান্ডীব-ধারী !
ওঠো হে নির্ভীক,
ওঠো আলোর পথচারী !
পুষ্পক রথে উঠে হে ধনঞ্জয়,
চূর্ণ করে সব ভয়,
হয়ো তুমি দুর্জয় !
তুনীর হতে লহ অগ্নি-বাণ,
ধনুকের ছিলায় দিও টান,
তব টঙ্কারধ্বনিতে ভূলোক দ্যুলোক হবে কম্পমান ।

দেখে তোমার অনল-জ্বলা উষ্ণীষ,
মৃত্যু তোমায় করবে কুর্নিশ;
চুরমার করে জয়দ্রথ-দুয়ার,
বিধির চক্রব্যূহ করে ছারখার;
ছিন্ন করে জড়-শৃঙ্খল,
উড়িয়ে দিয়ে নীল কুন্তল,
রচিবে তুমি জগত কানন ।

হাসি মুখে পান করে বাসকি-গরল,
ফোটাইবে হিংসামাঝে প্রেম-শতদল;
ক্ষীর-সমুদ্রে করিবে নিশ্চিন্ত শয়ন,
তবু ধরণী-বক্ষে রহিবে সদা তোমার চরণ ।


এসো আজি অগ্নি-বালক,
মাথায় লয়ে ময়ূর-পালক;
মৃত্যুঞ্জয় সুখে,
মোহন-বাঁশি মুখে,
হয়ে নিষ্ঠায় অবিচল,
লয়ে হৃদয়ে প্রাণের হিন্দল,
মন্দার-মালিকা কন্ঠে ধারণ করি,
অঞ্চলখানি মণি রত্নে ভরি,
করিও তুমি জগৎ পালন ।


ত্রিভুবনবাসী গাহিবে তোমারই জয়গান,
তব শীর 'পরে রহিবে বিজয়ের শিরস্ত্রাণ ।

এ শুভদিনে,
করি তোমায় সাদর আপ্যায়ন,
পত্রে পুস্পে রঙে রসে হোক আনন্দের বিচ্ছুরণ,
মোর তুচ্ছ নিবেদনটুকু তুমি করহ গ্রহণ ।

শুভ জন্মদিন ।।

No comments:

Post a Comment