আবার হলো দেখা,
হলো কত কথা বলা,
এক সাথে পথ চলা ।
স্মৃতির আঙ্গিনায়
ফুটল কত কথার কলি
যার সুবাসে সুরভিত
রাজপথ, বনবীথি, গলি,
যেখানে পরেছিল আমাদের পদধূলি ।
কিন্তু সব কথা কি হয়েছিল বলা ?
সেই ব্যাকুল করে দেওয়া কথা ?
যা রেখেছ গোপনে,
মনের নিভৃত কোণে ?
বলেছিলে কি সেদিনে ?
সময় বয়ে যায়,
অক্লান্ত ধারায় ;
না ফোটা কুঁড়ি
ঝরে যায়
না জ্বলা আগুন
নিভে যায় ;
যদি চাঁদ-ঘন
পূর্নিমায়,
স্বপ্নে বোনা চাঁদোয়ায়
ফেলো গোপন অশ্রুজল ।
অচেতনে লালিত মনের সাধখানি,
মেলে দিও উজাড় করে,
চিরবসন্ত বুকে আঁকড়ে ধরে
থেকো আজীবন ।
সার্থক হবে পথ চলা,
সার্থক হবে কথা বলা,
যখন কলি গুলি
ফুল হয়ে ফুটবে
গন্ধে গন্ধে পুলকিত
হবে তোমার মন ।
No comments:
Post a Comment