Saturday, 25 January 2014

শুভরাত্রি

আদি ব্রহ্মান্ডের অসীম শান্তি বুকে,
যেও তুমি উড়ে ঘুমের দেশে অনাবিল অমৃত সুখে,
যেও তুমি তারায় তারায় ফুলের মধু মেখে,
পরীর দল নাচবে তোমায় ঘিরে রঙ্গীন স্বপ্ন এঁকে ।
শুভরাত্রি । ।

No comments:

Post a Comment