আজ এই নির্মল প্রভাতে,
এসো গো প্রিয়ে সাজাই তোমায় অপরূপ সাজে ;
তোমার কন্ঠে দিলাম জুই টগর রজনীগন্ধার মালা,
মাথায় দিলাম গোলাপ কৃষ্ণচুড়ার মুকুট;
হাতে পরিয়ে দিলাম কনক চাঁপার বালা,
কানে সন্ধ্যামনির দুল ।
পায়ে দিলাম কুন্দকলির মল,
নাকে নয়নতারার নাকছাবি ;
চোখে দিলাম আঁধার রঙা কাজল,
মেঘের রঙে সাজিয়ে দিলাম তোমার খোলা কুন্তল;
পলাশ রঙে রাঙিয়ে দিলাম ওই অধর যুগল,
চিবুকেতে এঁকে দিলাম লাল শতদল ।
অঙ্গে তোমার পরিয়ে দিলাম নীল অম্বরী,
নীয় তুমি আঁচল ভরে এ স্নেহাঞ্জলি ।
শুভ জন্মদিন ।।
এসো গো প্রিয়ে সাজাই তোমায় অপরূপ সাজে ;
তোমার কন্ঠে দিলাম জুই টগর রজনীগন্ধার মালা,
মাথায় দিলাম গোলাপ কৃষ্ণচুড়ার মুকুট;
হাতে পরিয়ে দিলাম কনক চাঁপার বালা,
কানে সন্ধ্যামনির দুল ।
পায়ে দিলাম কুন্দকলির মল,
নাকে নয়নতারার নাকছাবি ;
চোখে দিলাম আঁধার রঙা কাজল,
মেঘের রঙে সাজিয়ে দিলাম তোমার খোলা কুন্তল;
পলাশ রঙে রাঙিয়ে দিলাম ওই অধর যুগল,
চিবুকেতে এঁকে দিলাম লাল শতদল ।
অঙ্গে তোমার পরিয়ে দিলাম নীল অম্বরী,
নীয় তুমি আঁচল ভরে এ স্নেহাঞ্জলি ।
শুভ জন্মদিন ।।
No comments:
Post a Comment