হে প্রানেস্বর !
জানিনা তোমার নাম !
তবু জানি ওগো,
তোমারি জন্যে
গড়েছি নিভৃতে
প্রেমেরো অমৃতধাম ।
ওগো হৃদয়নাথ !
শুনে আমারো ব্যাকূল বাণী ;
সাড়া দিও ওগো তুমি !
তোমারি জন্যে
রেখেছি যতনে
আপন হৃদয় খানি ।
জানিনা তোমার নাম !
তবু জানি ওগো,
তোমারি জন্যে
গড়েছি নিভৃতে
প্রেমেরো অমৃতধাম ।
ওগো হৃদয়নাথ !
শুনে আমারো ব্যাকূল বাণী ;
সাড়া দিও ওগো তুমি !
তোমারি জন্যে
রেখেছি যতনে
আপন হৃদয় খানি ।
No comments:
Post a Comment