একি সুধাবাণী শুনাইলে এ প্রভাতে,
আনন্দ তরঙ্গ লাগে মোর হৃদয় সৈকতে ;
যেন কত বীণা কত বাঁশুরি বাজে,
কত ফুল স্তবকে স্তবকে ফুটিছে চিত্ত মাঝে ;
আবার আসিবে সেই বেলা,
যখন মিলিব মোরা কুঞ্জবনে,
খেলিয়া রসের খেলা নয়নে নয়নে ;
প্রেম অভিসারে দিও তনু মন মেলি,
হবে নিবিড় গোপন কথা হৃদয় দুয়ার খুলি ।
আনন্দ তরঙ্গ লাগে মোর হৃদয় সৈকতে ;
যেন কত বীণা কত বাঁশুরি বাজে,
কত ফুল স্তবকে স্তবকে ফুটিছে চিত্ত মাঝে ;
আবার আসিবে সেই বেলা,
যখন মিলিব মোরা কুঞ্জবনে,
খেলিয়া রসের খেলা নয়নে নয়নে ;
প্রেম অভিসারে দিও তনু মন মেলি,
হবে নিবিড় গোপন কথা হৃদয় দুয়ার খুলি ।
No comments:
Post a Comment