প্রেম কুঞ্জবনে
মধু বৃন্দাবনে ।
ফুটিছে কুন্দকলি,
খেলিছে চন্দ্রাবলী ।
উড়িছে ভ্রমরগুলি,
নাচিছে চিত্ত খুলি ।
আসিছে শ্যাম রাই,
খেলিছে প্রেম কেলি ।
গড়িছে রাস লীলা,
ঝরিছে প্রেমাঞ্জলি ।
আসিছে দেবাঙ্গনা,
আসিছে নীলাঞ্জনা ।
গাহিছে মোহন কলি,
রচিছে গীতাঞ্জলি ।
নাচিছে বন হরিণী,
নাচিছে ময়ূর পেখম তুলি ।
নাচিছে কিন্নর
নাচিছে অপ্সরী,
গাহিছে কীর্তন উর্ধে বাহু তুলি ।
ঝরিছে সুধারস বহিছে সমীরন,
দুলিছে তনু মন সকল ব্যথা ভুলি ।মধু বৃন্দাবনে ।
ফুটিছে কুন্দকলি,
খেলিছে চন্দ্রাবলী ।
উড়িছে ভ্রমরগুলি,
নাচিছে চিত্ত খুলি ।
আসিছে শ্যাম রাই,
খেলিছে প্রেম কেলি ।
গড়িছে রাস লীলা,
ঝরিছে প্রেমাঞ্জলি ।
আসিছে দেবাঙ্গনা,
আসিছে নীলাঞ্জনা ।
গাহিছে মোহন কলি,
রচিছে গীতাঞ্জলি ।
নাচিছে বন হরিণী,
নাচিছে ময়ূর পেখম তুলি ।
নাচিছে কিন্নর
নাচিছে অপ্সরী,
গাহিছে কীর্তন উর্ধে বাহু তুলি ।
ঝরিছে সুধারস বহিছে সমীরন,
বাজিছে বাঁশি বাজিছে কাকলি ।
গাহিছে পাপী বাজে কীর্তন,
মজে যৌবন ,
ভরে সুখের ডালি ।
নাচিছে শ্যাম
নাচিছে রাই,
খেলিছে প্রেম কেলি ।
প্রেম কুঞ্জবনে
মধু বৃন্দাবনে ।
No comments:
Post a Comment