Thursday, 15 May 2014

শুভ জন্মদিন : মন্দার স্যার

এসো হে দ্যুতিমান !
নিয়ে তোমার আলোক সোপান,
নতুন দিনের অরুণ হয়ে
নতুন ভাবে উঠো ।
নিয়ে তোমার আলোক কণা,
দৃপ্ত তোমার তেজের ফণা,
নতুন গাছের পাতায় পাতায়
মুকুল হয়ে ফোটো ।
এসো হে দ্যুতিমান !


এসো হে আয়ুষ্মান !
গেয়ে তোমার বিজয় গান,
নতুন ভোরের তৃপ্তি নিয়ে,
নতুন করে হেঁটো ।
ভরিয়ে তোমার ঝুলিখানি,
ছড়িয়ে তোমার আলোর বানী,
যৌবনেরো শিরায় শিরায়
রক্ত হয়ে ছুটো ।
এসো হে আয়ুষ্মান !


এসো এসো জ্যোতিস্মান  !
হৃদয়ের আলিঙ্গনে এসো ।
শুভেচ্ছার মালা পরে
হৃদয় কুঞ্জে বসো ।
এসো এসো জ্যোতিস্মান  !

No comments:

Post a Comment