Thursday, 8 May 2014

দীপাদির মেয়ে বৃতি

যেমন চাঁদ ঘুমায় মেঘের কোলে,
তেমনি ঘুমাও তুমি,
ওগো ছোট্ট ফুলের মিষ্টি কুঁড়ি,
মিষ্টি তোমার দুষ্টুমি ।

------
টুকি ! ওমা কি মিষ্টি গো তুমি । তোমার নাম কি গো ? সন্ধ্যামণি, নাকি নয়নতারা ? নাকি দোয়েল, কোয়েল, মৌটুসী ?

No comments:

Post a Comment