Monday, 9 December 2013

বেহিসাবী

শিশির স্নাত সকালে
যখন তুমি দাঁড়ালে দুয়ার খুলে,
তোমার ঠোঁটে ফুটেছিল লাল গোলাপ,
চোখে সর্বনেশে মায়া,
চুল বেয়ে নেমে এসেছিল অমানিশা ;
খুলে দিয়েছি মনের সিংহ-দুয়ার,
গানের কলিতে সাজিয়েছি বীথি,
শুধু তুমি আসবে বলে !

তোমার ওই মাতাল করা বেহিসাবী শৈশব,
যা খেলা করে তোমার যৌবনে,
যা আদর পেতে চায়,
যা মিথ্যে অভিমানে কুঁকড়ে গিয়ে
মেলে ধরতে চায় নিজেকে
প্রশ্রয় পেয়ে বার বার ;
তাকে যত্ন করে সাজিয়ে রাখতে চাই
হৃদয়ের কুঞ্জবনে ।

 

No comments:

Post a Comment