টুকরো মায়া,
আবছা ছায়া,
এলো মেলো অবচেতন ।
অনুরনন,
প্রতি ক্ষণ,
আধ জাগা তনু মন ।
আসেনা ঘুম,
নিঃঝুম
রাতে জ্বলে জোনাকির ঝিলমিল,
আকাশের ঘন নীল,
ঝলমল মতিঝিল ।
ভাসে তার মুখ,
চাঁদমাখা চিবুক,
লাজুক
হিয়ার রাত-পরী ।
টিকটিক টিকটিক বলে যায় হৃদ্ঘরি ।
জ্বলে অন্ধ মনে বেলোয়ারি ।
স্বপন জমে চাপ চাপ
হয়েছে কাজল,
ঝরে অশ্রু নিষ্ফল,
শ্রাবণ-ঘেরা আঁচল ।
কাটেনা রাত,
আঁধার জমাট,
উষার সন্ধিক্ষণ ।
একা মন,
গোণে ক্ষণ,
তোমার আসার তোরণ
পানে চেয়ে ।।
আবছা ছায়া,
এলো মেলো অবচেতন ।
অনুরনন,
প্রতি ক্ষণ,
আধ জাগা তনু মন ।
আসেনা ঘুম,
নিঃঝুম
রাতে জ্বলে জোনাকির ঝিলমিল,
আকাশের ঘন নীল,
ঝলমল মতিঝিল ।
ভাসে তার মুখ,
চাঁদমাখা চিবুক,
লাজুক
হিয়ার রাত-পরী ।
টিকটিক টিকটিক বলে যায় হৃদ্ঘরি ।
জ্বলে অন্ধ মনে বেলোয়ারি ।
স্বপন জমে চাপ চাপ
হয়েছে কাজল,
ঝরে অশ্রু নিষ্ফল,
শ্রাবণ-ঘেরা আঁচল ।
কাটেনা রাত,
আঁধার জমাট,
উষার সন্ধিক্ষণ ।
একা মন,
গোণে ক্ষণ,
তোমার আসার তোরণ
পানে চেয়ে ।।
No comments:
Post a Comment