মরেছ যার তরে মরমে মরমে,
দু হাতে মুখ ঢেকেছ শরমে শরমে,
সেও জ্বলে একা একা
সুদুর বিলাতে,
উন্মুখ অস্থির
তোমার নয়নে নয়ন মেলাতে ।
যার নামে জপেছ মালা,
যার স্মৃতি-ডোরে খেলেছ মায়ার খেলা,
আসবে সে আলোর রথে চড়ে,
নিয়ে প্রণয় কুসুম দু হাত ভরে ।
তুমি করে নীয় শৃঙ্গার,
গলায় পরো রত্নহার,
আনন্দ উত্সবে হবে তোমাদের মিলন বাসর ।
দু হাতে মুখ ঢেকেছ শরমে শরমে,
সেও জ্বলে একা একা
সুদুর বিলাতে,
উন্মুখ অস্থির
তোমার নয়নে নয়ন মেলাতে ।
যার নামে জপেছ মালা,
যার স্মৃতি-ডোরে খেলেছ মায়ার খেলা,
আসবে সে আলোর রথে চড়ে,
নিয়ে প্রণয় কুসুম দু হাত ভরে ।
তুমি করে নীয় শৃঙ্গার,
গলায় পরো রত্নহার,
আনন্দ উত্সবে হবে তোমাদের মিলন বাসর ।
No comments:
Post a Comment