খুঁজে কি পেয়েছ তাকে?
যার স্বপ্ন জেগে রয় তোমার নয়ন পাতে ?
যার সাথে চলো পথ জীবন সৈকতে ?
খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নিরালায় বলেছ গোপন প্রেমের কথা,
হাতে হাত রেখে রচেছ প্রণয় গাথা ।
খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নয়নে নয়ন বেঁধে
পার হও কুঞ্জবন,
রজনীগন্ধার মাতাল আবেশে
এক হবে দুটি মন
সিন্দুর ঝরা রাতে ।
যার স্বপ্ন জেগে রয় তোমার নয়ন পাতে ?
যার সাথে চলো পথ জীবন সৈকতে ?
খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নিরালায় বলেছ গোপন প্রেমের কথা,
হাতে হাত রেখে রচেছ প্রণয় গাথা ।
খুঁজে কি পেয়েছ তাকে?
যার সাথে নয়নে নয়ন বেঁধে
পার হও কুঞ্জবন,
রজনীগন্ধার মাতাল আবেশে
এক হবে দুটি মন
সিন্দুর ঝরা রাতে ।
No comments:
Post a Comment