Friday, 13 December 2013

বিদায় সৌরীশ দা

হে সুদূরের পথযাত্রী !
কত স্বপ্ন, কত অঙ্গীকার ফেলে,
আমাদের ছেড়ে তুমি গেছো চলে !
ফেলে গেছো খেলাঘর,
ফেলে গেছো ক্রীড়াঙ্গন ;
তবে, যখন আসবে আবার ফিরে,
বাঁধবো তোমায় বাহুডোরে,
করবো আলিঙ্গন ।
মনের দুয়ার খুলে রেখে,
অভ্যর্থনার মালা হাতে,
করবো তোমার অপেক্ষা,
আবার ফিরে এসো তুমি,
হবে আবার মন খুলে মনের কথা ।    

No comments:

Post a Comment