Saturday, 28 December 2013

ফেলে আসা শুভ জন্মদিন : শুভ্রদা

সেই অশ্রু ভেজা রাতে
যখন সব স্বপ্ন পড়েছিল ঝরে,
নীড় ভাঙ্গা ঝড়ে ;
তখন কি ভেবেছিলে
হারিয়ে যাবো আমি বাঁধনছাড়া পথে?
এ জীবন আমার নয়,
এ ভুবন আমার নয়,
হে বিধাতা,
কত দুখ লিখেছিলে তুমি
আমার ললাট-খাতে ! 

কত পার ভাঙ্গে কত পার গড়ে,
জীবন বয়ে যায় আপন স্রোতে কালের গভীরে ।

এখনো কচি পাতার গায়ে বসন্ত খেলা করে,
ফুলের পাপড়িতে ভোরের শিশির খেলা করে,
সূর্যের আলোয় ঝিলমিল করে ওঠে
জীবন, আশা, ভালবাসা ; 
ওড়ার পথ খুঁজে পায় পথহারা পাখি,
পাড় খুঁজে পায় দিকভ্রান্ত নাবিক,
জীবনের বালুচরে ।

এখনো প্রানের আনন্দে গায় বাউল
বাজিয়ে একতারা,
জ্বলে টিমটিম করে চাঁদময় আকাশে,
ঝাঁক ঝাঁক তারা,
আজও নৌকার পথ দেখে নদীর দু-কুল,
আজও ফোটে শত শত সুরভিত মুকুল ।

এখনো পথ আছে বাকি,
পথের ধারে ফুল ফোটানো আছে বাকি,
সেই সুবাসে মাতাল হওয়া আছে বাকি,
এখনো কত না-জাগা স্বপন আছে গো বাকি,
এখনো জীবন আছে গো বাকি  ।

শুভ জন্মদিন ।

No comments:

Post a Comment