Saturday, 30 July 2011

গগনচারী

আকাশ পথে দেখি এ কোন স্বর্গ রাজ্য ?
একি দৃশ্য, নাকি স্বপ্ন ?
মন মোহন, নয়নাভিরাম !

দিকে দিকে মেঘেরা করে নিশব্দ আহ্বান ,
এস মোরা মিলে গাহি অসীমের জয়গান !

(এইটি আমার প্রথম plane এ চড়ার সময়কার লেখা )

স্বপ্ন ভঙ্গ

ছেঁড়া পাতা,
ঝরা ফুল,
কাটা ঘুঁড়ি |
ফাঁকা খাতা,
ভিজে চোখ,
থামা ঘড়ি | |

চেনা মুখ,
চেনা সুখ,
খোঁজে মন |
নেভা আলো,
ডোবা চাঁদ,
ভাঙ্গা স্বপন | |

পরিবর্তন

আজ বাংলা গাইছে সবুজের জয়গান,
বঙ্গ সেজেছে সবুজ রঙে,
লাল এর কালিমা হয়েছে ম্লান !
তৃণমূল হলো মহীরুহ আজ বাংলা মাত্রীর বুকে,
মমতা মাখানো স্নিগ্ধ ছায়ায় বঙ্গ থাকুক সুখে !

(এই কবিতা পড়ে সবাই আমাকে তৃণমূল পন্থী ভাবতেই পারেন !
এটি আসলে পরিবর্তন কামি সাধারণ মানুষের গান !
পরিবর্তন এসেছে বাংলার সর্বাঙ্গীন উন্নতির আসা নিয়ে !
আসা রাখি সেই আশা বাস্তব রুপ  দেখুক ! 
তা না হলে, হবে আশা ভঙ্গের গান !)

বর্ষার কবিতা ধারা

সবিনয় নিবেদন,

আজ বর্ষার দিনে লেখা তিনটি ভিন্য স্বাদের  কবিতা আপনাদের উপহার দিতে চাই !
দয়া করে আমার সামান্য উপহার টুকু গ্রহণ করবেন |
আর ভুল ত্রুটি হলে, নিজগুনে মার্জনা করে দেবেন , কেমন?

                                            
                                                                                    ১

                                                     এ কি অনন্ত সুধা ধারা পড়িছে তপ্ত ধরণী বুকে ?
                                                  না কি, কোন উদাসিনীর ক্রন্দনো বারি ঝরিছে আপন সুখে?
                                                    গাছের পাতায় রিনি ঝিনি ঝিনি কাহারো নূপুর বাজে !
                                           যেন আপন ছোঁয়ায়, মন কেড়ে নিয়ে যায়, আপনারে রাখিতে পারি না যে !!!

----------------------------------------------------------------------------------------------------------------------

                                                                                ২ 

                                                   সারা দিন বসে দেখি হায় একি তান্ডব নৃত্য খেলা ,
                                                          ভীষণ বরষন ধারা, ঝঞ্ঝা সারা বেলা !
                                                     দেখে সেই ভয়াল দরষণ, কাঁপে থরো থরো মন ,
                                                         অইলো বুঝি প্লাবন, সন্ত্রস্থ জনজীবন !!!

--------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                 ৩

                                                       গত রাতে বলেছিলাম শোন রে পেটুক মন,
                                                        কাল দুপুরে হবে এক দারুন ভুরি ভোজন !!
                                                      soup fry মাংশ বিরিয়ানি, আসবে প্লেটে প্লেটে ,
                                                  কব্জি ডুবিয়ে খাবি রে তুই যাবি যখন peter cat এ !!
                                                      কাল তবে ফুল বাবু হয়ে গায়ে মেখে পারফুম,
                                                     যাবি সুখে রসনার তৃপ্তিতে, আজ দে তবে সুখের ঘুম !!

                                                         আজ সকালে উঠে দেখি একি হাহাকার,
                                                          ভেসে গেল আশা মোর, হলো ছারখার !!
                                                      কোথা soup কোথা fry ? কিছুই তো নাই !
                                                           নাই সুখ , করি বসে সুধু হায় হায় !!
                                                         হলো না খাওয়া বিরিয়ানি আজ প্লেটে প্লেটে,
                                                  সবই হলো ভন্ডুল, যওয়া হলোনা peter cat এ !!!!

ইতি,
আপনাদের সুভেচ্ছা প্রার্থী,
কৃপা

শুভ জন্মদিন : দীপাদি

আজ এই শুভ দিনে রবির কানক কিরণে উদ্ভাসিত হোক তোমার  জীবন ,
চাঁদের আলোর স্নিগ্ধতায় ও ফুলের সুরভিতে ভরে উঠুক তোমার ভুবন |
তোমার মনের স্বপ্নগুলো ডানা মেলে উড়ে যাক প্রাপ্তির ঠিকানায় গেয়ে বিজয়ের জয়গান ,
তোমার মুখের হাঁসি খানি সদা  থাকুক অক্ষয়  অম্লান ||

শুভ বিজয়া

মা তোর বিদায় বেলায় হৃদয় মাঝে করুন সুর বাজে ,
তোরে এমন করে যেতে  দিতে মন চায় না যে !
এই চার দিনের সোহাগ  টুকু রাখব ধরে মনে ,
আসছে বছর আসবি যখন নাচব  সবার সঙে!
তোর রাঙ্গা পায়ে পরিয়ে দেব কাশ ফুলের বেরি ,
মনের বাধনে বেঁধে দেব তোর সাদা মেঘের তরী !
দেখব তখন যাস কি করে মোদের  এমন ফেলে,
এমন করে ভাসিয়ে দিয়ে নয়ন নদীর জলে!

HAPPY NEW YEAR 2011

হে নতুন প্রভাত , খোল তব অবগুন্ঠন ;
নব অরুনের কনক কিরণে করি তোমায় আলিঙ্গন |
নব বরষে ফুলে ফুলে সাজুক বনের সকল শাখা ;
নতুন বছরে দিনগুলি হোক সুখের পরশে মাখা |
ঘুচিয়ে আঁধার, মুছিয়ে কালি, কাটিয়ে তিমির রাত্রি ;
নতুন উষায়  নতুন আশায় হই মোরা আজি বিজয় রথে যাত্রী ||

সুস্বাগতম ২০১১ !

SUBHO NABOBARSHO

যদি কহি আজি - নতুন বছরে নব আনন্দ মাখো তব মনে , তুমি কি সুধাইবে নতুন কি দেখিলে এ দিনে ?
রবি কি উদিছে পশ্চিমে?
সুর কি হারা পাখির গানে?
নিভেছে কি দুখির জঠর আগুন?
মরু দেশে বুঝি এসেছে ফাগুন ??

তবে বলিব হে  মন , তুই তবে কান পেতে শোন  !
নতুন শিশির করিয়া পান, নব অরুন আলোকে করিয়া  স্নান , মেল রে তুই দু নয়ন ;
পাইবি  তুই  আলোর সোপান!
নাই বা পেলি যক্ষের ধন , নাই বে পেলি ত্রিভুবন ;
পাইবি হাঁসি রাশি রাশি , যদি পুলক করিস আলিঙ্গন !

চোখের আঁধার মুছে ফেলে, চা তুই আজি আলোক পানে ;
নতুন সৃজন হউক তবে আজি, নতুন ভাবের তুলির টানে টানে ! !

শুভ নববর্ষ !!!

Happy Birthday : To Mandar Sir

হে রণবীর !
আরেক বসন্ত অতিবাহিত তব জীবন বিথীকায় |
আজ কি লিখিতে চাহো তব জীবন প্রাপ্তি খাতায় ?
রাশি রাশি রতনরাজি যাহা পরেছ যতনে তব কন্ঠ মালায় |
নাকি নির্মম সেই কন্টক খানি যাহা বিঁধেছিল  তব পায় ?
সুধু কি রচিবে তব দুর্জয় বিজয় গাথা ?
নাকি রাখিবে মনে ক্ষণ পরাজয়ের অমোঘ দীক্ষা, খাঁটি জীবন বোধের কথা ?
 
ক্ষুদ্র মম তুচ্ছ স্পর্ধা করিও  তুমি ক্ষমা,
তব জ্ঞান তীর্থ হউক সর্বোচ্চ - সুধু এই ছিল মোর প্রার্থনা !
কান্ডারি তুমি, দুর্দম তুমি, দিগ্বিজয়ী বীর,
জীবন সমরে তুর্য নিনাদে উচ্চ তব শির !
অক্লান্ত অদম্য সূর্য তেজে হউক তব অভিষেক ,
সত ঝঞ্ঝা যেন বাঁধিতে  নারে তব বিজয় রথের বেগ ! !
 
আপনার শুভ জন্মদিবসে  রইলো আমার আন্তরিক সুভেচ্ছা !

বিদায় গীত (To Prasenjit da)

হে প্রসেনজিত !
আজি এ বিদায় বেলায় গাহি তোমারি বিদায় গীত !
তব উজ্জল স্মৃতি খানি, রাখব ধরে মনের স্মৃতি পটে ,
ঢেউ হয়ে তা আসবে ফিরে ফিরে স্মৃতির সাগর তটে !
বিহঙ্গের মত মেলে দিয়ে ডানা পাড়ি দিও তুমি সুদূর আকাশ পানে ,
ভূলোক দ্যুলোক গুঞ্জরিয়া উঠুক তোমার জয়গানে !

তবে আফিং খাওয়া পাখির মত আসবে তুমি ফিরে,
দিপান্তর থেকে আসবে ছুটে বঙ্গ মায়ের ক্রোড়ে !
করব বাওয়াল সবাই মিলে CVPR জুড়ে ,
জমবে আসর IR lab এ  tea club এ, হবে ফুর্তি চিত্ত পুরে !
হবে আবার নতুন করে সিনেমা নাটক মেলা ,
তারই ফাঁকে খেলব মোরা IR IR খেলা !
(সন্দেহজনক ঠেকলেও শেষ টুকু beer , vodka , আফিং , গাঁজা বা ওই জাতীয় মাদক দ্রব্য খেয়ে  লেখা নয় !!!)

Friday, 29 July 2011

brishti

বৃষ্টি ঝরে আপন মনে ,
ঝাপসা জানলার কাঁচ !
ঝাপসা রাস্তা ,
ঝাপসা আলোর নাচ !
রঙিন কালো ছাতায় মোড়া আকাশ ,
ভিজে তনু মন, ভিজে নিশ্বাস !
ভেজা  যৌবন, ভেজা ফুলের সুবাস ,
ভেজা কলম, ভেজা  canvas !