হে রণবীর !
আরেক বসন্ত অতিবাহিত তব জীবন বিথীকায় |
আজ কি লিখিতে চাহো তব জীবন প্রাপ্তি খাতায় ?
রাশি রাশি রতনরাজি যাহা পরেছ যতনে তব কন্ঠ মালায় |
নাকি নির্মম সেই কন্টক খানি যাহা বিঁধেছিল তব পায় ?
সুধু কি রচিবে তব দুর্জয় বিজয় গাথা ?
নাকি রাখিবে মনে ক্ষণ পরাজয়ের অমোঘ দীক্ষা, খাঁটি জীবন বোধের কথা ?
ক্ষুদ্র মম তুচ্ছ স্পর্ধা করিও তুমি ক্ষমা,
তব জ্ঞান তীর্থ হউক সর্বোচ্চ - সুধু এই ছিল মোর প্রার্থনা !
কান্ডারি তুমি, দুর্দম তুমি, দিগ্বিজয়ী বীর,
জীবন সমরে তুর্য নিনাদে উচ্চ তব শির !
অক্লান্ত অদম্য সূর্য তেজে হউক তব অভিষেক ,
সত ঝঞ্ঝা যেন বাঁধিতে নারে তব বিজয় রথের বেগ ! !
আপনার শুভ জন্মদিবসে রইলো আমার আন্তরিক সুভেচ্ছা !
No comments:
Post a Comment