সবিনয় নিবেদন,
আজ বর্ষার দিনে লেখা তিনটি ভিন্য স্বাদের কবিতা আপনাদের উপহার দিতে চাই !
দয়া করে আমার সামান্য উপহার টুকু গ্রহণ করবেন |
আর ভুল ত্রুটি হলে, নিজগুনে মার্জনা করে দেবেন , কেমন?
১
এ কি অনন্ত সুধা ধারা পড়িছে তপ্ত ধরণী বুকে ?
না কি, কোন উদাসিনীর ক্রন্দনো বারি ঝরিছে আপন সুখে?
গাছের পাতায় রিনি ঝিনি ঝিনি কাহারো নূপুর বাজে !
যেন আপন ছোঁয়ায়, মন কেড়ে নিয়ে যায়, আপনারে রাখিতে পারি না যে !!!
--------------------- ------------------------------ ------------------------------ ------------------------------ -------
২
সারা দিন বসে দেখি হায় একি তান্ডব নৃত্য খেলা ,
ভীষণ বরষন ধারা, ঝঞ্ঝা সারা বেলা !
দেখে সেই ভয়াল দরষণ, কাঁপে থরো থরো মন ,
অইলো বুঝি প্লাবন, সন্ত্রস্থ জনজীবন !!!
--------------------- ------------------------------ ------------------------------ ------------------------------ -----------
৩
গত রাতে বলেছিলাম শোন রে পেটুক মন,
কাল দুপুরে হবে এক দারুন ভুরি ভোজন !!
soup fry মাংশ বিরিয়ানি, আসবে প্লেটে প্লেটে ,
কব্জি ডুবিয়ে খাবি রে তুই যাবি যখন peter cat এ !!
কাল তবে ফুল বাবু হয়ে গায়ে মেখে পারফুম,
যাবি সুখে রসনার তৃপ্তিতে, আজ দে তবে সুখের ঘুম !!
আজ সকালে উঠে দেখি একি হাহাকার,
ভেসে গেল আশা মোর, হলো ছারখার !!
কোথা soup কোথা fry ? কিছুই তো নাই !
নাই সুখ , করি বসে সুধু হায় হায় !!
হলো না খাওয়া বিরিয়ানি আজ প্লেটে প্লেটে,
সবই হলো ভন্ডুল, যওয়া হলোনা peter cat এ !!!!
ইতি,
আপনাদের সুভেচ্ছা প্রার্থী,
কৃপা
আজ বর্ষার দিনে লেখা তিনটি ভিন্য স্বাদের কবিতা আপনাদের উপহার দিতে চাই !
দয়া করে আমার সামান্য উপহার টুকু গ্রহণ করবেন |
আর ভুল ত্রুটি হলে, নিজগুনে মার্জনা করে দেবেন , কেমন?
---------------------
---------------------
ইতি,
আপনাদের সুভেচ্ছা প্রার্থী,
কৃপা
besh bhalo hoyeche...me loved it all..
ReplyDeleteThank you dear sis!
ReplyDelete