Saturday, 30 July 2011

SUBHO NABOBARSHO

যদি কহি আজি - নতুন বছরে নব আনন্দ মাখো তব মনে , তুমি কি সুধাইবে নতুন কি দেখিলে এ দিনে ?
রবি কি উদিছে পশ্চিমে?
সুর কি হারা পাখির গানে?
নিভেছে কি দুখির জঠর আগুন?
মরু দেশে বুঝি এসেছে ফাগুন ??

তবে বলিব হে  মন , তুই তবে কান পেতে শোন  !
নতুন শিশির করিয়া পান, নব অরুন আলোকে করিয়া  স্নান , মেল রে তুই দু নয়ন ;
পাইবি  তুই  আলোর সোপান!
নাই বা পেলি যক্ষের ধন , নাই বে পেলি ত্রিভুবন ;
পাইবি হাঁসি রাশি রাশি , যদি পুলক করিস আলিঙ্গন !

চোখের আঁধার মুছে ফেলে, চা তুই আজি আলোক পানে ;
নতুন সৃজন হউক তবে আজি, নতুন ভাবের তুলির টানে টানে ! !

শুভ নববর্ষ !!!

No comments:

Post a Comment