Saturday, 30 July 2011

বিদায় গীত (To Prasenjit da)

হে প্রসেনজিত !
আজি এ বিদায় বেলায় গাহি তোমারি বিদায় গীত !
তব উজ্জল স্মৃতি খানি, রাখব ধরে মনের স্মৃতি পটে ,
ঢেউ হয়ে তা আসবে ফিরে ফিরে স্মৃতির সাগর তটে !
বিহঙ্গের মত মেলে দিয়ে ডানা পাড়ি দিও তুমি সুদূর আকাশ পানে ,
ভূলোক দ্যুলোক গুঞ্জরিয়া উঠুক তোমার জয়গানে !

তবে আফিং খাওয়া পাখির মত আসবে তুমি ফিরে,
দিপান্তর থেকে আসবে ছুটে বঙ্গ মায়ের ক্রোড়ে !
করব বাওয়াল সবাই মিলে CVPR জুড়ে ,
জমবে আসর IR lab এ  tea club এ, হবে ফুর্তি চিত্ত পুরে !
হবে আবার নতুন করে সিনেমা নাটক মেলা ,
তারই ফাঁকে খেলব মোরা IR IR খেলা !
(সন্দেহজনক ঠেকলেও শেষ টুকু beer , vodka , আফিং , গাঁজা বা ওই জাতীয় মাদক দ্রব্য খেয়ে  লেখা নয় !!!)

No comments:

Post a Comment