Friday, 29 July 2011

brishti

বৃষ্টি ঝরে আপন মনে ,
ঝাপসা জানলার কাঁচ !
ঝাপসা রাস্তা ,
ঝাপসা আলোর নাচ !
রঙিন কালো ছাতায় মোড়া আকাশ ,
ভিজে তনু মন, ভিজে নিশ্বাস !
ভেজা  যৌবন, ভেজা ফুলের সুবাস ,
ভেজা কলম, ভেজা  canvas !

2 comments: