আজ বাংলা গাইছে সবুজের জয়গান,
বঙ্গ সেজেছে সবুজ রঙে,
লাল এর কালিমা হয়েছে ম্লান !
তৃণমূল হলো মহীরুহ আজ বাংলা মাত্রীর বুকে,
মমতা মাখানো স্নিগ্ধ ছায়ায় বঙ্গ থাকুক সুখে !
(এই কবিতা পড়ে সবাই আমাকে তৃণমূল পন্থী ভাবতেই পারেন !
এটি আসলে পরিবর্তন কামি সাধারণ মানুষের গান !
পরিবর্তন এসেছে বাংলার সর্বাঙ্গীন উন্নতির আসা নিয়ে !
আসা রাখি সেই আশা বাস্তব রুপ দেখুক !
তা না হলে, হবে আশা ভঙ্গের গান !)
No comments:
Post a Comment