Saturday, 30 July 2011

HAPPY NEW YEAR 2011

হে নতুন প্রভাত , খোল তব অবগুন্ঠন ;
নব অরুনের কনক কিরণে করি তোমায় আলিঙ্গন |
নব বরষে ফুলে ফুলে সাজুক বনের সকল শাখা ;
নতুন বছরে দিনগুলি হোক সুখের পরশে মাখা |
ঘুচিয়ে আঁধার, মুছিয়ে কালি, কাটিয়ে তিমির রাত্রি ;
নতুন উষায়  নতুন আশায় হই মোরা আজি বিজয় রথে যাত্রী ||

সুস্বাগতম ২০১১ !

1 comment: