মা তোর বিদায় বেলায় হৃদয় মাঝে করুন সুর বাজে ,
তোরে এমন করে যেতে দিতে মন চায় না যে !
এই চার দিনের সোহাগ টুকু রাখব ধরে মনে ,
আসছে বছর আসবি যখন নাচব সবার সঙে!
তোর রাঙ্গা পায়ে পরিয়ে দেব কাশ ফুলের বেরি ,
মনের বাধনে বেঁধে দেব তোর সাদা মেঘের তরী !
দেখব তখন যাস কি করে মোদের এমন ফেলে,
এমন করে ভাসিয়ে দিয়ে নয়ন নদীর জলে!
তোরে এমন করে যেতে দিতে মন চায় না যে !
এই চার দিনের সোহাগ টুকু রাখব ধরে মনে ,
আসছে বছর আসবি যখন নাচব সবার সঙে!
তোর রাঙ্গা পায়ে পরিয়ে দেব কাশ ফুলের বেরি ,
মনের বাধনে বেঁধে দেব তোর সাদা মেঘের তরী !
দেখব তখন যাস কি করে মোদের এমন ফেলে,
এমন করে ভাসিয়ে দিয়ে নয়ন নদীর জলে!
No comments:
Post a Comment