Friday, 13 September 2013

রাগ

রাগ নয় এ যেন ভোরের রাগিনী,
শিশির ভেজা শরত প্রভাতে হালকা রোদের আঁচ
মধুবনে ময়ূরের পেখম তোলা নাচ
যেন বিশ্বরূপে প্রজ্বলিত ভুবন মোহিনী ।


একি অভিমান ?
নাকি রুদ্রাবীনায় তান !
পাখিদের কুহুতান ।
নাকি কিন্নরীদের গান ? 

No comments:

Post a Comment