দীপাদি,
তোমার জন্মদিনে,
শুভেচ্ছার ডালি উজাড় করে দিলাম,
যদি কর অভিমান,
তবে তোমার সব রোষ মাথা পেতে নিলাম ।
তোমার মুখে ফুটুক হাঁসি -- এই ছিল কামনা,
তাই, জানি এই তুচ্ছ স্পর্ধা করবে তুমি ক্ষমা ।
আছে যত আশার মুকুল তোমার নিভৃত মনে,
ফুল হয়ে উঠুক ফুটে তোমার জীবনে ।
আধ লেখা কলি যত ছিল গোপনে,
সুরে সুরে উঠুক গেয়ে আজ এই শুভ দিনে ।
এই সামান্য উপহার খানি নীয় আঁচল ভরে,
জন্মদিনের প্রীতি টুকু নীয় আপন করে ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রইলো ।
--
কৃপা
তোমার জন্মদিনে,
শুভেচ্ছার ডালি উজাড় করে দিলাম,
যদি কর অভিমান,
তবে তোমার সব রোষ মাথা পেতে নিলাম ।
তোমার মুখে ফুটুক হাঁসি -- এই ছিল কামনা,
তাই, জানি এই তুচ্ছ স্পর্ধা করবে তুমি ক্ষমা ।
আছে যত আশার মুকুল তোমার নিভৃত মনে,
ফুল হয়ে উঠুক ফুটে তোমার জীবনে ।
আধ লেখা কলি যত ছিল গোপনে,
সুরে সুরে উঠুক গেয়ে আজ এই শুভ দিনে ।
এই সামান্য উপহার খানি নীয় আঁচল ভরে,
জন্মদিনের প্রীতি টুকু নীয় আপন করে ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রইলো ।
--
কৃপা
No comments:
Post a Comment