Saturday, 14 September 2013

অভিমান

তুমি অভিমান করতে পারো,
অভিমানে গান ফুলিয়ে গোঁসাঘরে বন্ধ হয়ে থাকতে পারো ।
কারণ,
জানো কেউ আসবে তোমার রাগ ভাঙ্গাতে ।
তোমার ঘরের কপাট খুলে,
মমতা মাখা সোহাগে বলতে "আয় মা, এবার দু মুঠো খেয়ে নে" !
কিন্তু পাড়ার দোকানের সেই পল্টু ?
যে টেবিলে  টেবিলে চা দিয়ে যায়,
মালিকের মুখ খেয়ে যার পেট ভরে ।
সে পারেনা অভিমান করতে !
কারণ
সে জানে 
কেউ আসবেনা তার রাগ ভাঙ্গাতে !
মমতা মাখা সোহাগে তার খিদে মেটাতে !

তুমি কাঁদতে পারো ফুঁপিয়ে ফুঁপিয়ে,
কারণ,
জানো কেউ আসবে তোমায় বুকে টেনে নিতে,
তোমার সব অশ্রু আঁচলে শুষে নিতে ।
কিন্তু ফুটপাথের সেই ছেলেটা ?
যার কতো নিস্ফল কান্না ঝরে গেছে,
মিশে গেছে রাস্তার ধুলোতে !
সে কাঁদতে ভুলে গেছে
কারণ,
কেউ আসেনি তাকে বুকে টেনে নিতে
তার অশ্রু আঁচলে শুষে নিতে!

তুমি কষ্ট পেতে পার
কারণ,
তুমি জানো কেউ তো আসবে,
প্রেমের মহলম নিয়ে,
তোমার ক্ষত এ প্রলেপ লাগাতে,
তোমার সব ব্যাথা আপন করে নিতে ।
কিন্তু সেই দীন মজুর ?
সে কষ্ট পেতে ভুলে গেছে
কারণ,
সে জানে,
সে "অাহ্ " বলে গোঙিয়ে উঠলে 
কেউ আসবে না
তার জ্বালা মেটাতে ।
তাকে দু দন্ড সুখের পরশ দিতে !

তুমি অনেক কিছুই পার
সে অধিকার তোমার আছে !
অভিমান করতে
আপন জন কে কষ্ট দিতে !
কিন্তু মনে রেখো  --
আরও অনেক কষ্টে বেঁচে আছে কত মানুষ 
যাদের অভিমানের নেই কোনো দাম,
ঝরে পরে রাত দিন তাদের ঘাম অবিরাম ।
তবু তারা বেঁচে থাকে
আলোর পানে চেয়ে
জীবনের গান গেয়ে ।






No comments:

Post a Comment