Sunday, 29 September 2013

খুঁজেছি তোমায়

খুঁজেছি তোমায় একা একা
পাইনি তোমার দেখা ।

খুঁজেছি তোমায় রাজপথে,
গলির মোড়ে ,
পূর্নিমা রাতে,
শরতের  ভোরে ।

খুঁজেছি তোমায় এঁদো বস্তিতে,
লাল আলোর মস্তিতে,
খুঁজেছি তোমায় বাউলের গানে,
ভরা কলকের টানে ।

খুঁজেছি তোমায়
ঘূর্ণির বাঁকে,
খুঁজেছি তোমায় দুর্বিপাকে ।
 
খুঁজেছি তোমায় আকাশের নীলে
অসীমের অনাবীলে ।

শুধু একবার হয়েছিল দেখা
কোন অজানা পথের তীরে
তোমার অতল চোখ দুটি
দেখেছিলাম এক মুহুর্তে
যেন চেয়ে আছি তাদের দিকে হাজার শতাব্দী ধরে ।
তারপর তুমি হারিয়ে গিয়েছ ভীরে
হারিয়ে গেছ সময়ের গভীরে ।

তারপর
খুজেছি কত তোমায় একা একা,
পায়নি তোমার দেখা ।

তবু আশায় বুক বেঁধে
খুঁজে চলেছি তোমায়
কি নিবিড় অক্লান্ত আশায় ।

No comments:

Post a Comment