এখনি যেওনা চলে,
কত কথা আছে বাকি,
এখনো রাজানিগন্ধায় সুরভি আছে গো বাকি,
এখনো প্রদীপ শিখায় আঁচ আছে গো বাকি !
মনে মনে বেঁধেছি যে গান
তোমায় শোনাবো বলে,
সে গান শোনানো আছে গো বাকি ।
কথায় কথায় গেঁথেছিলাম যে মালা
তোমায় পরাবো বলে,
সে মালা পড়ানো আছে গো বাকি ।
সময় বয়ে যাবে,
জীবন ফুরিয়ে যাবে ।
আসবে না ফিরে এই মধু যামিনী, হে সখী !
এখনি যেওনা চলে,
এখনো যৌবন আছে গো বাকি ।
প্রেমের স্পন্দন আছে গো বাকি ।।
কত কথা আছে বাকি,
এখনো রাজানিগন্ধায় সুরভি আছে গো বাকি,
এখনো প্রদীপ শিখায় আঁচ আছে গো বাকি !
মনে মনে বেঁধেছি যে গান
তোমায় শোনাবো বলে,
সে গান শোনানো আছে গো বাকি ।
কথায় কথায় গেঁথেছিলাম যে মালা
তোমায় পরাবো বলে,
সে মালা পড়ানো আছে গো বাকি ।
এখনি যেওনা চলে,
কত কাজ আছে গো বাকি !সময় বয়ে যাবে,
জীবন ফুরিয়ে যাবে ।
আসবে না ফিরে এই মধু যামিনী, হে সখী !
এখনি যেওনা চলে,
এখনো যৌবন আছে গো বাকি ।
প্রেমের স্পন্দন আছে গো বাকি ।।
No comments:
Post a Comment