Thursday, 26 September 2013

তোমার মুখের হাসি

শরতের ভোরের চেয়েও সুন্দর তোমার মুখের হাসি ।
মনের গভীরে বাজে ঘন ঘন অজানা মধূর বাঁশি ।
নিজেকে বিকিয়ে দিতে পারি
নিজেকে নিঃশ করে হতে পারি বনবাসী
যদি কিনতে পারি ওই ভুবন ভোলানো হাসি ।

2 comments: