গোধুলির রঙ লাল
ফাগুনের রঙ লাল,
আর লাল
গোলাপ ফোটা
তোমার সিঁদুর মাখা গাল ।
আকাশের রং নীল
গভীর জলের ঝীল
আর
নীল তোমার অঞ্চল,
যার আড়ালে খেলা করে তোমার হাঁসি অনাবিল ।
প্রকৃতির রঙ সবুজ,
আবিরের রং সবুজ,
আর সবুজ ওগো
তোমার মিথ্যে ঈর্ষা অবুঝ ।
রাতের রঙ কালো,
মেঘের রঙ কালো,
আর কালো
তোমার ডাগর চোখের কাজল,
তার মায়ায় আমার মনে প্রেমের প্রদীপ জালো ।
নানা রঙের রঙমহলে
পাই তোমায় বারে বারে
পাই তোমায় শতরূপে,
পাই তোমায় আপন করে ।
No comments:
Post a Comment