এক মুঠো স্বপ্ন ধরতে চাই
আকাশের নীলে
অনন্তে, অসীমে, অনাবীলে ।
স্বপ্নখানি রেখে দেব
বুকে করে
মনের কোঠরে ।
স্বপ্ন আমার ছোটো,
সবে পালক গজিয়েছে
আসতে আসতে গজাবে ডানা
সেই ডানায় চরে
সে যাবে উড়ে,
কত আলোকবর্ষ দূরে ।
সেই অজানা গ্রহে
যেখানে স্বপ্ন মেলে
বাস্তবের বাহুডোরে ।
No comments:
Post a Comment