যেই দেখি মনিটর জানবো বলে রেসাল্ট,
দেখি তোমায় --
প্রানের সখী, ওগো segmentation fault !
ওরে আমার চাঁদবদনি, ওরে আমার error,
তোকে গড়িয়ে দেব নাকের নোলক, গড়াব চন্দ্র হার ।
যদি একবার বলিস কি পথে আমায় দিবি নিস্তার !
কম্পাইলার এর তাওয়ায় বসে ধূমায়িত প্রাণ,
গন গন করে চলে যায় অন্তবিহীন run ।
বস্তা বোঝাই রিপোসিটোরি, তোড়ায় বাঁধা ভুল,
গন্ধমাদন data-এর নিচে পাইনা কেঁদে কূল ।
মেশিনের উত্তাপ ঘাম ঝরে টপ টপ,
ভেজে চুল, কুল কুল, ভিজে যায় ল্যাপটপ ।
দেখি তোমায় --
প্রানের সখী, ওগো segmentation fault !
ওরে আমার চাঁদবদনি, ওরে আমার error,
তোকে গড়িয়ে দেব নাকের নোলক, গড়াব চন্দ্র হার ।
যদি একবার বলিস কি পথে আমায় দিবি নিস্তার !
কম্পাইলার এর তাওয়ায় বসে ধূমায়িত প্রাণ,
গন গন করে চলে যায় অন্তবিহীন run ।
বস্তা বোঝাই রিপোসিটোরি, তোড়ায় বাঁধা ভুল,
গন্ধমাদন data-এর নিচে পাইনা কেঁদে কূল ।
মেশিনের উত্তাপ ঘাম ঝরে টপ টপ,
ভেজে চুল, কুল কুল, ভিজে যায় ল্যাপটপ ।
এইভাবে চলে মেমরি নিয়ে খেলা,
প্রসেস চলে অশেষ পথে কেটে যায় বেলা ।
এইভাবে বয়ে যায় coder এর জীবন,
কষ্ট হলেও এতেই মেলে বাঁচার ইন্ধন !
No comments:
Post a Comment