কিছু কথা থাক বাকি,
কিছু বেথা থাক বাকি ।
সব বলা হয়ে গেলে,
সব জ্বালা জুড়িয়ে গেলে,
জীবন ফুরিয়ে যাবে,
মিলন ফুরিয়ে যাবে ।
কিছু চোখের জল রেখো বাকি,কিছু বেথা থাক বাকি ।
সব বলা হয়ে গেলে,
সব জ্বালা জুড়িয়ে গেলে,
জীবন ফুরিয়ে যাবে,
মিলন ফুরিয়ে যাবে ।
এখনো কত কত কথা বলা আছে বাকি ।।
No comments:
Post a Comment