Thursday, 26 September 2013

কিছু অভিমান রেখো বাকি

কিছু কথা থাক বাকি,
কিছু বেথা থাক বাকি ।
সব বলা হয়ে গেলে,
সব জ্বালা জুড়িয়ে গেলে,
জীবন ফুরিয়ে যাবে,
মিলন ফুরিয়ে যাবে ।

কিছু চোখের জল রেখো বাকি,
কিছু অভিমান রেখো বাকি,
আবার যখন হবে দেখা
হবে আলাপ স্মৃতিমাখা,
খুলে দিও দ্বার,
ভেঙ্গে দিও বাঁধ,
ভিজিয়ে দিয়ে আমার কাঁধ,
জমা বেদনা ঝরিও যত খুশি ।

কিছু সুখ রেখো বাকি
কিছু তৃপ্তি রেখো বাকি,
এখনো কত পথ চলা আছে বাকি ।
এখনো কত কত কথা বলা আছে বাকি ।।

No comments:

Post a Comment