Thursday, 28 November 2013

বিদায়বেলা

এই চেনা গলি, চেনা রাজপথ ছেড়ে,
প্রিয়ার সাথে পাড়ি দেবো দূরে ।
মায়ের স্নেহের কোল খানি ফেলে,
যাবো আমি অনেক দূরে চলে ।
মা যদি চোখের জল ফেলে
যদি শুধায়, "ওরে আবার কবে আসবি তুই ফিরে ?"
মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলবো --
"কাঁদছ কেন মাগো ?
যাচ্ছি বুঝি চিরতরে চলে ?
যখন আমায় দেখতে ইচ্ছে হবে,
ডাক দিও আমায় মা বলে,
ছুটতে ছুটতে আসব আমি চলে !
কোলে নিয়ে আদর কোরো যত খুশি ।
মাথা রেখে মায়ের বুকে,
বলবো, "তোমার জামাই আমায় রাখবে খুব সুখে ।"

আর আমার ছোট্ট ভাইটি
তার তো কথা ফোটেনি !
তবু তার নির্মল, নিষ্পাপ চোখে
যেন লেখা আছে কত কথা --
"আমায় এমনি করে ফেলে,
কেন দিদি তুমি যাবে চলে ?"  
তাকে আমি বুকে জড়িয়ে ধরে
কাঁদব আমি হৃদয় ভরে ।
তারপর বলব তাকে --
"দূর বোকা !
কোথায় যাচ্ছি আমি তোকে ছেড়ে ?
যাবো আমি তোকে নিয়ে বুকে করে !"

বাবু, তোমার শাসনে করেছি নিরবে কত অভিমান !
কিন্তু কি করে বোঝাব তোমায়
তোমার দেখানো পথেই চলেছি আজীবন,
রেখেছি তোমার মান ।
জানি ও তোমার রাগ নয়, স্নেহেরই আস্ফালন,
জানি তুমি আমার সব চেয়ে আপন ।
আশীর্বাদ করো,
যেন তোমারই আদর্শে  নিজেকে নিতে পারি গড়ে,
যখন যাবো চলে, দূরে বহু দূরে ।    

নিয়ে মা বাবার স্নেহের প্রলেপ মাথায় করে,
চলে যাবো সাত সমুদ্র তেরো নদী পাড়ে,
সোনার পক্ষিরাজে চড়ে,
ছেলেবেলার স্মৃতি-মোড়া অঙ্গন ছেড়ে, 
প্রিয়ার সাথে যাবো প্রণয় সফরে ।

পূর্বরাগ

আরও কত ক্ষণ পরে
আসবে সেদিন ?
যখন সে আমায় নেবে চিরতরে,
আপন প্রেম-ডোরে ?
কত কথা আছে জমা মনের গভীরে ।
সে কি হবে বলা ?
না তার নয়নের বালুচরে
মিশে যাবে ভাবের স্রোত ।
হারিয়ে যাবে ভাষা ?
হায় ! বলা কি হবে না,
কত দিন ধরে
তোমার জন্যে প্রেমের জলসাঘর সাজিয়ে বসে আছি ?
গেঁথেছি কত প্রতিক্ষার মালা,
তোমার বিরহে,
তোমায় পড়াবো বলে ।
 
হায় কবে আসবে সে মধুক্ষণ,
যখন প্রিয়ার সঙ্গে হবে মিলন !

Saturday, 23 November 2013

ক্ষতি কি?

এই পথ চলায়,
যদি পথ হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি নয়নের চোরা গলিতে,
কথা হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি দুই মন হারিয়ে যায়,
রঙ্গিন মায়ায়,
ক্ষতি কি ?

চলার পথে

সেই চলার পথে,
ফুটেছিল যত কথার মঞ্জরী তুলে নিও হাতে,
সুরের সুরভি খানি মেখে নিও নয়ন পাতে ।

সেই চলার পথে,
বসেছিলাম কিছুক্ষণ শান্তির সৈকতে,
আবার ঢেউ হয়ে মিশে গেছি জীবন স্রোতে ।

স্বপ্ন হয়ে আসবে ফিরে ফিরে, নিভৃতে, নির্জন মধু রাতে ,
স্বরণীয় স্মৃতি কথা যা হয়েছিল একসাথে;
একদিন সেই চলার পথে ।।

Monday, 18 November 2013

শচীন .....শচীন

শচীন .....শচীন !!
তুমি বিপক্ষের সন্ত্রাস,
দেশোবাসির  আশ,
যুগ যুগ ধরে বোলারদের করেছ নিদ্রাহীন ।

শচীন .....শচীন !!
সব বাধা হেলায় চুরমার করে গড়েছ নতুন নজির,
আপন আলোকে উজ্বল তুমি দিগ্বিজয়ী বীর,
ক্রিকেট জগতে থাকবে তুমি  অক্ষয়, অমলিন ।

শচীন .....শচীন !!
তুমি স্বপ্ন, তুমি বীর্য,
তুমি আনন্দ অন্তহীন ।
কত যুগ ধরে মুঠো মুঠো ভরে,
রেখে গেছ কত ঋণ ।

শচীন .....শচীন !!
তুমি আমাদের চোখের মণি,
আমাদের  ঘরের দুলাল,
তোমায় ঘিরে বেঁধেছি আমরা
মায়ার স্বপ্ন জাল ।
এই ভাবে বুঝি তোমায় আমরা
যেতে দেব ছেড়ে ?
সোহাগ ভরে রাখব ধরে
মোদের মনের ঘরে ।
তোমার স্মৃতি থাকবে মনে প্রজ্বল, চিরনবীন,
তুমি পুণ্য, তুমি পবিত্র, তুমি আমাদের শচীন ।।


শচীন .....শচীন !!

 --@--                   

পুনশ্চ :

আর যারা তোমায় করে হেও,
তোমার নামে কুত্সা ছড়ায়,
বোঝেনা তোমার মহীমা,
তাদের তুমি নিজগুণে করে দিও ক্ষমা ।
তারা মুর্খ, তারা তুচ্ছ, তারা নেহাতই অর্বাচীন !   

শচীন .....শচীন !! 

Saturday, 16 November 2013

শুভ জন্মদিন : উত্পল স্যার

আজ এই শুভদিনে,
তোমার জীবনে,
আজ তাজা ফুলের আঘ্রাণ,
গায়ে  মখমলের রাজবেশ, মাথায় শিরস্ত্রাণ ।
কিন্তু মনে কি পরে সেই দিনের কথা,
যখন একা একা বসে থাকতে সেই পার্কের বেঞ্চিতে ?
জীবন পুড়ত একে একে ঠোঁটের সিগারেটের মতো,
স্তুপিকৃত হত কত স্বপ্ন ?
ফিরে যেতে কি সাধ জাগে
সেই হারানো পথে ?
যেখানে কত কুঁড়ি ঝরে গেছিলো অচিরে ।
যেখানে কত ঝরা পাতার
মর্মর ধ্বনি কেঁদে কেঁদে বাজতো কর্ণ কূহরে ?
সেখানে ফিরে গিয়ে দেখো,
কত আধ-খাওয়া সিগারেটের মুখে আগুন বেঁচে আছে ,
কত না জেগে ওঠা স্বপনে ফাগুন বেঁচে আছে ।

কুড়িয়ে নিও সেই কলি
ভরিয়ে নিও সাজি,
পরে নিও সেই মালা গলে,
সকল সাধের পূর্ণতা আসুক তোমার আঁচলে ।
জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা নেবেন স্যার ।


--
স্নেহাশীষপ্রার্থী ,
কৃপা

শুভ জন্মদিন : শময়িতা দি

রিনি ঝিনি রিনি ঝিনি নূপুরেরো ছন্দে,
হৃদয় উঠিছে মেতে বকুলেরো গন্ধে ।

নীল গগনে মধুর বনসুরি বাজে,
মনের ময়ূর নাচে হৃদয়েরো মাঝে ।

কুলুকুলু  কুলুকুলু সুধাধারা বহে,
কিন্নর গান্ধর্বী আজি মহা গীতি গাহে ।

পড়ায়ে ফুল মালা তোমারো গলে,
নাচিছে পরীর দল ডানা দুই মেলে ।

গাহিছে সবাই মঙ্গল গীত শুধু তোমারি তরে,
জন্মদিনের শুভেচ্ছা লহ তুমি ডালি ভরে ।।

শুভ জন্মদিন |

Wednesday, 13 November 2013

एक और

गुल - ए - गुलज़ार हो तुम,
या हुस्न का त्यौहार हो ;
तेरा इन्कार हो या इकरार हो,
मेरे दिल में तेरा प्यार हो,
बेशुमार हो ।

Tuesday, 12 November 2013

हिंदी शायरी

(१ )
अँधेरे दिल में शमा जलाने कि आरज़ू अभी बाकी हैं,
इश्क़ में जलकर राख़ होने कि तमन्ना अभी बाकी हैं ।


(२)

कमल कि कलि हो या सुरीली नगमा हो तुम,
कायनात हो या दो जहान हो तुम ।
महफ़िल - ए - ज़िंदगी हो या कोई हसीन ख्वाब हो तुम,
अए हुस्न कि मलिका
लाजवाब हो तुम । ।


ছোট্ট চাঁদ


(১)

তোমার ওই ডাগর চোখের ডুব জলে,
হারিয়েছি মোর মনের ঠিকানা,
এত রূপে মজেছি যার,
তার নামটাই অজানা ।

(২)

ওরে আমার ফুল পরী,
করলি আমার মন চুরি,
মনে লাগে সুরসুড়ি,
কি করি আমি কি করি !

(৩)

তাকে বলা হলো না,
মনের দুয়ার থেকে মুখের চৌকাঠ পেরোনো হলো না ।
মনের গোপন কথা,
রয়ে গেলো মনের চার দুয়ারে,
দুয়ার খোলা হলো না ।
তাকে মনের কথা বলা হলো না ।।

Saturday, 9 November 2013

মায়াবিনী

যেমন চাঁদ লোকায় মেঘের কোলে
ভ্রমর লোকায় ফুলে,
তেমন তুমি লোকাও ওই চাঁদ মুখ গভীর কুন্তলে ।
যত খুঁজি তোমায় অজানার আড়ালে,
ততই যেন তলিয়ে যাই মিষ্টি মায়ার জালে !


Tuesday, 5 November 2013

পরী

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !

তুমি কোন সাগরের জল
কোন বাগানের কুঁড়ি ?
তোমায় ধরতে গেলে
হঠাত তুমি যাও কেন উড়ি ?

তুমি মানুষ নাকি কিন্নরী ?
নাকি স্বর্গের অপ্সরী ?
মিছেই কেন তোমার ত্বরে
আপন মনে পুড়ি ?

তুমি মায়াবিনী
মনোহরী !
কায়াহীন অশরীরী ?
চাও কি আমি এমনি করে
তোমার বিরহে মরি ?

তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !



Sunday, 3 November 2013

মণির জন্মদিন

ওই দুই চোখের মায়া জালে
কত হৃদয় কত স্পন্দন গেছে চলে ।


------------------------------

ওই দু'নয়নের মর্মস্থলে,
কত স্বপন আছে জ্বলে ।
নৈরাশ্যের ডানায় চড়ে
কত সাধ যে গেছে ফিরে ।
আজ এই শুভদিনে,
শুভ কামনার গানে গানে ।
পূর্ণ হোক সব আশা,
নিও প্রানভরে মোদের আন্তরিক ভালবাসা ।

---------------------------------

এই মধুর হাসি যেন থাকে ফুটে সারাক্ষণ,
অনন্ত সুখের ধারায় পূর্ণ হোক তোমার জীবন ।

শুভ জন্মদিন : মোহনা (অগ্রিম )

কত নতুন স্বপ্ন এসে মিশেছে
এই জীবন মোহনা তীরে,
রূপ-সাগরে ভেসে যেও তুমি
সেই আপন করা সুরে ।

কুড়িয়ে নিও মুক্ত
মণি যা কিছু পাবে পথে,
মাঝে নিও বিশ্রাম
নির্জন সৈকতে ।

একদিন যখন মিলবে
সেই রত্ন দ্বীপ,
জ্বালিও এসে আবার
সেই তৃপ্ত হাসির প্রদীপ ।

ফিরে এসো আবার
মনের শান্তি নীড়ে,
কত স্বপ্ন মিশেছিল যেথায় ---
এই জীবন মোহনা তীরে । ।

শুভ জন্মদিন ।




Friday, 1 November 2013

শুভ জন্মদিন : প্রসেনজিত দা

আলোর রোশনাই এ উজ্বল হয়ে উঠুক তোমার জীবন ;
সকল গ্লানি, ব্যাথার স্মৃতি মুছে যাক,
ধুয়ে যাক হারানোর বেদনা ;
শুধু প্রাপ্তির অঙ্গীকারে এগিয়ে যেও আলোর মশাল হাতে ।
ঝরুক অবিরাম অনাবিল সুখ ও শান্তির মুক্ত ধারা ।

শুভ জন্মদিন ।।