Tuesday, 12 November 2013

ছোট্ট চাঁদ


(১)

তোমার ওই ডাগর চোখের ডুব জলে,
হারিয়েছি মোর মনের ঠিকানা,
এত রূপে মজেছি যার,
তার নামটাই অজানা ।

(২)

ওরে আমার ফুল পরী,
করলি আমার মন চুরি,
মনে লাগে সুরসুড়ি,
কি করি আমি কি করি !

(৩)

তাকে বলা হলো না,
মনের দুয়ার থেকে মুখের চৌকাঠ পেরোনো হলো না ।
মনের গোপন কথা,
রয়ে গেলো মনের চার দুয়ারে,
দুয়ার খোলা হলো না ।
তাকে মনের কথা বলা হলো না ।।

No comments:

Post a Comment