Saturday, 16 November 2013

শুভ জন্মদিন : শময়িতা দি

রিনি ঝিনি রিনি ঝিনি নূপুরেরো ছন্দে,
হৃদয় উঠিছে মেতে বকুলেরো গন্ধে ।

নীল গগনে মধুর বনসুরি বাজে,
মনের ময়ূর নাচে হৃদয়েরো মাঝে ।

কুলুকুলু  কুলুকুলু সুধাধারা বহে,
কিন্নর গান্ধর্বী আজি মহা গীতি গাহে ।

পড়ায়ে ফুল মালা তোমারো গলে,
নাচিছে পরীর দল ডানা দুই মেলে ।

গাহিছে সবাই মঙ্গল গীত শুধু তোমারি তরে,
জন্মদিনের শুভেচ্ছা লহ তুমি ডালি ভরে ।।

শুভ জন্মদিন |

No comments:

Post a Comment