তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !
তুমি কোন সাগরের জল
কোন বাগানের কুঁড়ি ?
তোমায় ধরতে গেলে
হঠাত তুমি যাও কেন উড়ি ?
তুমি মানুষ নাকি কিন্নরী ?
নাকি স্বর্গের অপ্সরী ?
মিছেই কেন তোমার ত্বরে
আপন মনে পুড়ি ?
তুমি মায়াবিনী
মনোহরী !
কায়াহীন অশরীরী ?
চাও কি আমি এমনি করে
তোমার বিরহে মরি ?
তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !
তুমি কোন সাগরের জল
কোন বাগানের কুঁড়ি ?
তোমায় ধরতে গেলে
হঠাত তুমি যাও কেন উড়ি ?
তুমি মানুষ নাকি কিন্নরী ?
নাকি স্বর্গের অপ্সরী ?
মিছেই কেন তোমার ত্বরে
আপন মনে পুড়ি ?
তুমি মায়াবিনী
মনোহরী !
কায়াহীন অশরীরী ?
চাও কি আমি এমনি করে
তোমার বিরহে মরি ?
তুমি কোন স্বপনের পরী ?
তোমায় ধরি ধরি করেও ওগো ধরতে নাহি পারি !
No comments:
Post a Comment