Thursday, 28 November 2013

পূর্বরাগ

আরও কত ক্ষণ পরে
আসবে সেদিন ?
যখন সে আমায় নেবে চিরতরে,
আপন প্রেম-ডোরে ?
কত কথা আছে জমা মনের গভীরে ।
সে কি হবে বলা ?
না তার নয়নের বালুচরে
মিশে যাবে ভাবের স্রোত ।
হারিয়ে যাবে ভাষা ?
হায় ! বলা কি হবে না,
কত দিন ধরে
তোমার জন্যে প্রেমের জলসাঘর সাজিয়ে বসে আছি ?
গেঁথেছি কত প্রতিক্ষার মালা,
তোমার বিরহে,
তোমায় পড়াবো বলে ।
 
হায় কবে আসবে সে মধুক্ষণ,
যখন প্রিয়ার সঙ্গে হবে মিলন !

No comments:

Post a Comment