Saturday, 23 November 2013

ক্ষতি কি?

এই পথ চলায়,
যদি পথ হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি নয়নের চোরা গলিতে,
কথা হারিয়ে যায়,
ক্ষতি কি?

যদি দুই মন হারিয়ে যায়,
রঙ্গিন মায়ায়,
ক্ষতি কি ?

No comments:

Post a Comment