Sunday, 3 November 2013

শুভ জন্মদিন : মোহনা (অগ্রিম )

কত নতুন স্বপ্ন এসে মিশেছে
এই জীবন মোহনা তীরে,
রূপ-সাগরে ভেসে যেও তুমি
সেই আপন করা সুরে ।

কুড়িয়ে নিও মুক্ত
মণি যা কিছু পাবে পথে,
মাঝে নিও বিশ্রাম
নির্জন সৈকতে ।

একদিন যখন মিলবে
সেই রত্ন দ্বীপ,
জ্বালিও এসে আবার
সেই তৃপ্ত হাসির প্রদীপ ।

ফিরে এসো আবার
মনের শান্তি নীড়ে,
কত স্বপ্ন মিশেছিল যেথায় ---
এই জীবন মোহনা তীরে । ।

শুভ জন্মদিন ।




No comments:

Post a Comment