যেমন চাঁদ লোকায় মেঘের কোলে
ভ্রমর লোকায় ফুলে,
তেমন তুমি লোকাও ওই চাঁদ মুখ গভীর কুন্তলে ।
যত খুঁজি তোমায় অজানার আড়ালে,
ততই যেন তলিয়ে যাই মিষ্টি মায়ার জালে !
ভ্রমর লোকায় ফুলে,
তেমন তুমি লোকাও ওই চাঁদ মুখ গভীর কুন্তলে ।
যত খুঁজি তোমায় অজানার আড়ালে,
ততই যেন তলিয়ে যাই মিষ্টি মায়ার জালে !
No comments:
Post a Comment