Sunday, 3 November 2013

মণির জন্মদিন

ওই দুই চোখের মায়া জালে
কত হৃদয় কত স্পন্দন গেছে চলে ।


------------------------------

ওই দু'নয়নের মর্মস্থলে,
কত স্বপন আছে জ্বলে ।
নৈরাশ্যের ডানায় চড়ে
কত সাধ যে গেছে ফিরে ।
আজ এই শুভদিনে,
শুভ কামনার গানে গানে ।
পূর্ণ হোক সব আশা,
নিও প্রানভরে মোদের আন্তরিক ভালবাসা ।

---------------------------------

এই মধুর হাসি যেন থাকে ফুটে সারাক্ষণ,
অনন্ত সুখের ধারায় পূর্ণ হোক তোমার জীবন ।

No comments:

Post a Comment