Monday, 18 November 2013

শচীন .....শচীন

শচীন .....শচীন !!
তুমি বিপক্ষের সন্ত্রাস,
দেশোবাসির  আশ,
যুগ যুগ ধরে বোলারদের করেছ নিদ্রাহীন ।

শচীন .....শচীন !!
সব বাধা হেলায় চুরমার করে গড়েছ নতুন নজির,
আপন আলোকে উজ্বল তুমি দিগ্বিজয়ী বীর,
ক্রিকেট জগতে থাকবে তুমি  অক্ষয়, অমলিন ।

শচীন .....শচীন !!
তুমি স্বপ্ন, তুমি বীর্য,
তুমি আনন্দ অন্তহীন ।
কত যুগ ধরে মুঠো মুঠো ভরে,
রেখে গেছ কত ঋণ ।

শচীন .....শচীন !!
তুমি আমাদের চোখের মণি,
আমাদের  ঘরের দুলাল,
তোমায় ঘিরে বেঁধেছি আমরা
মায়ার স্বপ্ন জাল ।
এই ভাবে বুঝি তোমায় আমরা
যেতে দেব ছেড়ে ?
সোহাগ ভরে রাখব ধরে
মোদের মনের ঘরে ।
তোমার স্মৃতি থাকবে মনে প্রজ্বল, চিরনবীন,
তুমি পুণ্য, তুমি পবিত্র, তুমি আমাদের শচীন ।।


শচীন .....শচীন !!

 --@--                   

পুনশ্চ :

আর যারা তোমায় করে হেও,
তোমার নামে কুত্সা ছড়ায়,
বোঝেনা তোমার মহীমা,
তাদের তুমি নিজগুণে করে দিও ক্ষমা ।
তারা মুর্খ, তারা তুচ্ছ, তারা নেহাতই অর্বাচীন !   

শচীন .....শচীন !! 

No comments:

Post a Comment