Saturday, 23 November 2013

চলার পথে

সেই চলার পথে,
ফুটেছিল যত কথার মঞ্জরী তুলে নিও হাতে,
সুরের সুরভি খানি মেখে নিও নয়ন পাতে ।

সেই চলার পথে,
বসেছিলাম কিছুক্ষণ শান্তির সৈকতে,
আবার ঢেউ হয়ে মিশে গেছি জীবন স্রোতে ।

স্বপ্ন হয়ে আসবে ফিরে ফিরে, নিভৃতে, নির্জন মধু রাতে ,
স্বরণীয় স্মৃতি কথা যা হয়েছিল একসাথে;
একদিন সেই চলার পথে ।।

No comments:

Post a Comment