Thursday 22 September 2011

মেঘ ও কাশ ফুল

চারি দিকে দেখি কাশ ফুলের মেলা ;
শ্বেত , শুভ্র , দুধেলা |
আকাশ দিঘির জলে ভাসে সাদা মেঘের ভেলা | |

বৌদি, শুভ জন্মদিন

শিশির ভেজা কুসুমে সুরভিত স্নিগ্ধ সমীরণ,
ফুলের মধুমাখা ফুলের রেনু ঢাকা প্রজাপতির রঙ |
আকাশে আঁকা রামধনুর আলপনা,
পদ্ম পাতায় ঝিলমিল মুক্তা কণা |
পাহাড়ি ঝর্নার অজানা সুর,
রৌদ্র্যতপা শীতের একলা দুপুর |
পেখম তোলা ময়ূরের নাচের ছন্দ,
নব প্রস্ফুটিতের ফোটার আনন্দ |
এক বুক খোলা আকাশের নীল,
ডানা মেলা বিহঙ্গের তৃপ্তি অনাবিল |

এই সামান্য উপহার খানি নিও তুমি অঞ্চল ভরে,
অন্তরের সুভেচ্ছা রইলো তোমার তরে ||

শুভ জন্মদিন !

Tuesday 6 September 2011

শিক্ষক দিবস

হে জ্যোতিস্মান !
আজ গাহিব তোমারি স্তুতি গান !

প্রাজ্ঞ তুমি সৌম্য তুমি, চেতনার নির্মল আলো ;
অজ্ঞানতার অন্ধ কূপে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো |
পথ হারাকে হাত ধরে তুমি দেখাও আলোর পথ ;
পুষ্পে পুষ্পে শোভিত হোক  তোমার বিজয়রথ |
তোমার দিব্য পরশে হউক নব জ্ঞানের উন্মেষ ;
মুক্ত কন্ঠে দিও তুমি কর্মের নির্দেশ |
তব আশীষ মাথায় নিয়ে যেন চলি অবিরাম ;
কৃতান্জলিপুতে করি তোমায় কোটি কোটি প্রণাম ||

শিক্ষক দিবসে আমার সশ্রদ্ধ্য নিবেদন ||

ইতি,
সুভাশীষ প্রার্থী ,
কৃপা