Saturday 27 October 2012

ঈদ মুবারক

ওই দেখো উঠেছে ঈদ এর চাঁদ উর্ধ গগন পানে,
ঝরে অবিরাম পাক নির্মল করুনা ধারা ত্রিভুবনে ।

হজরতজির দোয়ায় ভরে উঠুক জীবন,
ত্যাগের  গৈরিক রঙে রেঙে উঠুক সবার তনু মন,
মুছে গিয়ে বর্ণ-বৈষম্য তুচ্ছ সংকীর্ণতা, পুন্য হোক এ মহেন্দ্রক্ষণ।

ওই শোনো মোহন বীণার তান,
শোনো ভোরের আজান,
শোনো মন্দিরের ঘন্টা ধ্বনি, গির্জার গান,
বাজে মহামিলনের সঙ্গীত, বাজে ঐকতান ।।।

ঈদ এর শুভেচ্ছা রইলো! 

Friday 26 October 2012

শুভ বিজয়া দশমী 2012

আবার এলো সেই বিদায়ী বেলা,
আনন্দ উল্লাস মাঝে, করুন সে সুর বাজে!

পুষ্পে পত্রে পল্লবে,
ঢাকের তালে তালে,
চলে ধুনুচি নাচ, চলে সিন্দুর খেলা ।

মাযের মৃন্ময়ী রূপ দিলাম বিসর্জন নয়ন নদীর জলে,
হাজার প্রদীপ শিখায় যেন মাযের  চিন্ময়ী রূপ জ্বলে ।

ঋতু চক্রের মতই মায়ের আসা, মায়ের চলে যাওয়া,
মাঝের কদিন মায়ের সোহাগ আদরে মাখা!
ব্যাকুল মন পথ চেয়ে রয় আগামী পুজোর পানে,
সুরু হয় আবার সুখের আশায় বুক বাঁধার পালা  !!!

বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা !!!