Tuesday 29 September 2015

বাউল গান

শুনে কার মোহন বাঁশি
পরবাসী,
হলো মন মুক্ত বৃন্দাবন !
ওগো এ কোন বাঁশি
সর্বনাশী ! (২)
বিবাগী হয় জীবন ।
শুনে কার মোহন বাঁশি
পরবাসী,
হলো মন মুক্ত বৃন্দাবন !


দেখি ওই আলেখ গাছের ফুল..
বাকি সবই ভুল, (২)
যার গন্ধে মজে মাতাল হলো
লালন নিতাই কুল !
ওরে এ কুল ও কুল দু কুল গেল (২)
ভাবে হই  আকুল ।
শুনে কার মোহন বাঁশি
পরবাসী,
হলো মন মুক্ত বৃন্দাবন !


দেখলি কত বাইরের সোনা..
অঙ্গে সোনা, রঙ্গে সোনা !
ভেতর পানে ডুব দিয়ে দেখ
পাবি আসল সোনা ।
সেই সোনাতে মুড়িয়ে দিবি
আপন পাগল মন ।
শুনে কার মোহন বাঁশি
পরবাসী,
হলো মন মুক্ত বৃন্দাবন !


কত তুই পয়সা করলি,
কত তুই নাম কুড়ালি..
কত রং বাহারি ভোগের রঙে
ভরলি আপন ঘর !
ওরে ভবের ঘর রাঙিয়ে দেখ, (২)
পাবি প্রেম আকর ।
একদিন
সব রঙ্গতামাশা ঘুচিয়ে দেবে
সেই যে আসল কারিগর !
সেদিন
ভাবের রঙে রাঙিয়ে নিবি
আপন মনের ঘর ।
শুনে কার মোহন বাঁশি
পরবাসী
হলো মন মুক্ত বৃন্দাবন !