Monday 25 February 2013

সৌপর্নের বিয়ে

প্রেমের কলি উঠুক গেয়ে তোমাদের মনের বৃন্দাবনে;
দুই হৃদয় বাঁধা পরুক প্রেমের মালাডোরে,
নয়নে নয়ন হাতে হাত রেখে স্বপন দেয়া নেয়া গোপনে,
আজ এই শুভদিনে  ।

শুভ বিবাহ !

Tuesday 12 February 2013

বিয়ের পরে প্রথম Valentine's Day

ফুলে ফুলে গন্ধে গন্ধে সুরে সুরে,
রঙে রসে পল্লবে, শাখায় শাখায়,
ফুটেছে প্রেমের মুকুল,
হিয়া মোর প্রিয়ার তরে ব্যাকুল ।
তার চোখের পাতায় পাতায়, দু ঠোঁটের পাপড়ি মাঝে, পেয়েছি মোর মনের ঠিকানা;
কত কথা আছে জমা,
বলা হয় নাই,
সযতনে রাখা আছে মনের চিলেকোঠায়,
তোমায় শোনাবো তাই ।
আজ হাতে হাত নয়নে নয়ন রেখে বলে যেতে চাই ,
মনের গভীরে, সময়ের নদীতীরে,
তুমি শুনে নিও তা, বুনে নিও স্মৃতির আঁচল,
চোখ যদি হয় সজল,
ঝরে পড়ে মতি,
আঁচল ভরে নিও তাতে,
গেঁথে নিও মালা, এঁকে নিও স্বপন আপন নয়ন পাতে  ।।

Thursday 7 February 2013

বিয়ের রজত জয়ন্তী

পচিশ বছর আগে ধরেছিল যে মঞ্জরি, ভরেছিল শাখা,
আজ তারই সুবাসে হলো জীবন মধু-মাখা ।
পরিণয়ের প্রথম কলি যা উঠেছিলে গেয়ে, বেঁধেছিলে  গান,
সেই গানে গানে আজ ভরেছে গীতবিতান ।
সুখের যে স্বর্গ গড়েছ দুজনে মিলে,
তা আরও পূর্ণ , আরও প্রস্ফুটিত হোক অদূর ভবিষ্যতে ।
আগামী পচিশ বছরের জন্যে রইলো আন্তরিক শুভেচ্ছা ।।  

Monday 4 February 2013

প্রসেনজিতদার গ্যারেজে ম্যারেজ

পথের ধারে গ্যারেজ, তারই মধ্যে ম্যারেজ ?
ধন্যি  তোমার কারেজ !
পাইকপাড়ার লাল্টু কুমার বাবু বাবু ইমেজ,
বসছে আজি করতে বিয়ে, নিয়ে  সুখের আমেজ ।
ভুরি ভোজন হচ্ছে তো ভাই, ভেজ থেকে নন-ভেজ ?
পোলাও মাংস লুচি তরকারী, সূপ আর সসেজ ?
দুই এ মিলে এক হয়ে কোরো ঘর-সংসার ম্যানেজ,
সুখ শান্তি আসুক ধেয়ে তোমাদের জীবনে,
মঙ্গলময়ের পুন্য পরশে মন হোক সতেজ ।।