Thursday 6 October 2011

Steve Jobs অমর রহে

আরেক অশ্রু সিক্ত বিদায় লগ্ন অতিবাহিত !
আরেক মহা জীবনদীপ হলো নির্বাপিত !

তাঁর হাতের সেই আধ খাওয়া Apple খানি,
যে বিশ্ব কে নিয়েছিল কাছে টানি |
আর সেই Pixar ?
যা animation শিল্প কে জগতে করেছিল বিস্তার |
Walt Disney এর Toy Story ?
সুনাম এ সর্বপরি ?
যে তপন জগত কে দেখিয়েছিল আলো,
সেই সূর্য্য আজ অস্তমিত !

কি করে ভুলবে তারে ?
সে যে বীর জীবন সমরে !
ওই দেখো ওড়ে তার বিজয় নিশান !

মানব চলিয়া যায়,
রয়ে যায় তার  কীর্তি  অক্ষয় অমলিন !
Steve Jobs তোমার নাম থাকবে লেখা থাকবে চিরদিন,
তোমার ভক্ত জনের হৃদয় পটে ! !

প্রকৃতি

নয়ন যে দিকে ধায় দেখি সবুজের অঙ্গন,
প্রকৃতি বলে এস এস করি আলিঙ্গন !
আকাশের নীল যেখানে হয়েছে বিলীন,
তত দূর  মন ছুটে যায়;
বলে যায় আসব না আর আসব না ফিরে ;
হেথা সুখ অন্তহীন ! ! !

শুভ বিজয়া : 2011

আবার এলো বিদায় বেলা !
চার দিনের সোহাগ পরশ,
চার দিনের বিপুল হরষ,
তারপর মাযের যাবার পালা !
বুকে বাজে করুণ সুর,
মা যাবে বহু দূর,
ফেলে মোদের একেলা !!

নয়ন দুটি ছলছল,
তবু যে মন পায় বল !
একটা বছর তো বয়েই যাবে,
সময় কি আর থেমে রবে ?
আবার সুখের সাগরে ভাসব মোরা, মা আবার ফিরে আসবে যবে !
তাই বলো রে ভাই সবাই মিলে ;
আসছে বছর আবার হবে ! ! !

শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা !!!